Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

গণপূর্ত বিভাগ,ঝিনাইদহ।

সেবা প্রত্যাশির জন্য তথ্য

(CITIZEN CHARTER)

ফোন/ফ্যাক্স ০৪৫১-৬২৫৬০/৬৩৫৬০

 

ক্রমিক নং

শাখার নাম/ভারপ্রাপ্ত কর্মকর্তা

 

শাখার কার্যাবলী

মন্তব্য

১।

প্রকৌশল শাখা

উপ-বিভাগীয় প্রকৌশলী

গণপূর্ত উপ-বিভাগ(সিভিল)

বিভিন্ন সরকারী ভবন নির্মান রক্ষনাবেক্ষন অভ্যন্তরীন রাস্তা এবং স্যানিটেশন নির্মান ও মেরামত।

সার্বিক দায়িত্বে উপ-বিভাগীয় প্রকৌশলী(সিভিল)।

 

 

 

 

 

 

 

সার্বিক দায়িত্বে উপ-বিভাগীয় প্রকৌশলী(ই/এম)

(ক)

উপ-সহকারী প্রকৌশলী(সিভিল)-০১

জেলা জজের অফিস,বাস ভবন,ডি,সির অফিস ,বাস ভবন,গণপূর্ত উপ-বিভাগীয়(সিভিল) অফিস,বাস ভবন,মুক্তিযোদ্ধা অফিস, তথ্য অফিম,সেটেলমেন্ট অফিস,জেলা রেজিষ্ট্রার অফিস,জেলা কারাগার,মুক ও বধির অফিস ও হরিনাকুন্ডু,শৈলকুপা,কোর্টচাদপুর উপজেলা অফিসের মূল ও মেরামত কাজ।

(খ)

উপ-সহকারী প্রকৌশলী(সিভিল)-০২

পুলিশ সুপারের বাস ভবন, অফিস, পুলিশ লাইন, সিভিল সার্জনের অফিস বাস ভবন, সদর ফায়ার, সদর উপজেলা অফিসের মূল ও মেরামত কাজ।

(গ)

উপ-সহকারী প্রকৌশলী(সিভিল)-০৩

ডি,সি,কোর্ট, গেজেটেড ডরমেটরী ভবন,সার্কিট হাউজ, সরকারী বাস ভবন, নির্বাহী প্রকৌশলীর বাস ভবন,অফিস, কালীগঞ্জ ও মহেশপুর উপজেলা অফিসের মূল ও মেরামত কাজ।

২।

প্রকৌশল শাখা

উপ-বিভাগীয় প্রকৌশলী

গণপূর্ত উপ-বিভাগ(ই/এম)

বিভিন্ন সরকারী ভবনের মূল বৈদ্যুতিক ও মেরামত, পাম্প মটর সরবরাহ ও স্থাপন করন

(ক)

উপ-সহকারী প্রকৌশলী(ই/এম)-০১

গণপূর্ত অফিস,জেলা প্রশাসকের অফিস ও বাস ভবন, পুলিশ লাইন ,পুরাতন জেলা কারাগার, জেলা রেজিষ্টার অফিস, সদর থানা,কালীগঞ্জ, মহেশপুর ও কোর্টচাদপুর উপজেলা অফিসের বৈদ্যুতিক মূল ও মেরামত কাজ। কাজ।

(খ)

উপ-সহকারী প্রকৌশলী(ই/এম)-০২

 সিভিল সার্জনের অফিস ও বাস ভবন, জজ কোর্ট, জজের বাসা,চাকলা পাড়া কোয়ার্টার, সার্কিট হাউজ, নির্বাহী প্রকৌশলীর বাস ভবন, হরিনাকুন্ডু ও শৈলকুপা উপজেলা অফিসের মূল বৈদ্যুতিক কাজ।

৩।

হিসাব শাখা

বিভাগীয় হিসাব রক্ষক

ঠিকাদারী বিল ও বিভাগের অন্যান্য দেনা পরিশোধ,অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত এবং সিডিউল বিক্রয়।

৪।

সাধারন শাখা

প্রধান সহকারী

চিঠিপত্র আদান প্রদান ও চিঠিপত্র লেখা।

৫।(ক)

এ্যাস্টিমেটিং শাখা(সিভিল)

গণপূর্ত উপ-বিভাগ(সিভিল) হইতে প্রাপ্ত প্রাক্কলন সমূহ পরীক্ষা নিরীক্ষান্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, দরপত্র আহবান ও গ্রহন, দরপত্র সংক্রান্ত যাবতীয় কাজ সহ কার্যাদেশ প্রদান।

(খ)

এ্যাস্টিমেটিং শাখা(ই/এম)

গণপূর্ত উপ-বিভাগ(ই/এম) হইতে প্রাপ্ত প্রাক্কলন সমূহ পরীক্ষা নিরীক্ষান্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, দরপত্র আহবান ও গ্রহন, দরপত্র সংক্রান্ত যাবতীয় কাজ সহ কার্যাদেশ প্রদান।

বিঃদ্রঃ  ক্রমিক নং ১ হইতে ৫(খ) পর্যন্ত সার্বিক দায়িত্বে  নির্বাহী প্রকৌশলী,গণপুর্ত বিভাগ,ঝিনাইদহ।

 

 

 

মোঃশফিকুলইসলাম

নির্বাহীপ্রকৌশলী

গণপূর্তবিভাগ,ঝিনাইদহ।